ব্যুরো নিউজ,৫ অক্টোবর:সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আইনজীবীরা সিবিআইয়ের উপর চাপ তৈরি করলেও, সিবিআই তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ দিতে পারেনি। সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে বলেন, সিবিআই যেন ধরেই নিয়েছে তার মক্কেল জামিন পাবে না। এদিকে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী দাবি করেছেন যে তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগও জামিনযোগ্য। তিনি প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই কিভাবে একজন থানার ওসিকে গ্রেফতার করা হলো? এই পরিস্থিতিতে, আইনজীবীরা জামিনের আবেদন করেন।
দুর্গাপুজোর আনন্দঃ রাজ্য সরকারি কর্মচারীদের টানা ১৬ দিনের ছুটি
প্রমাণ লোপাটের চেষ্টা
সিবিআই আদালতে তাদের ১৪ দিনের জেল হেফাজত রাখার আবেদন করে এবং দাবি করে যে আরজি কর হাসপাতালের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। তারা যুক্তি দেয়, জামিন দেওয়া হলে তদন্তের উপর প্রভাব পড়তে পারে।সন্দীপ ঘোষের আইনজীবী আবার বলেন, “সিবিআই শুধুমাত্র জামিন আটকে রাখার জন্য অযৌক্তিক চাপ দিচ্ছে।” এরপর অভিজিৎ মণ্ডলের আইনজীবীও সিবিআইয়ের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। তিনি বলেন, “সিবিআইয়ের অভিযোগগুলো জামিনযোগ্য, তাই আমার মক্কেলকে জামিন দিন।”
দক্ষিণেশ্বরগামী মেট্রো যাত্রীদের দুর্ভোগঃ দুর্গাপুজোর আগেই বিপত্তি
অভিজিৎ মণ্ডল নিজেও আদালতে বলেন, “সিবিআই প্রমাণ নষ্টের অভিযোগ করছে, কিন্তু টালা থানার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমাকে গ্রেফতার করা হয়েছে। সেখানে সিসিটিভি নষ্টের কোনও অভিযোগ নেই।” এই অবস্থায়, আইনজীবীদের দাবি, সিবিআইয়ের ভূমিকা যথাযথ নয় এবং তাদের মক্কেলদের জামিন দেওয়া উচিত।