tirupati-laddu-controversy-supreme-court-directives

ব্যুরো নিউজ ৪ সেপ্টেম্বর: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের মধ্য দিয়ে কোটি কোটি ভক্তের ধর্মীয় বিশ্বাসের গুরুত্বকে স্পষ্ট করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানায়, লাড্ডুর সঙ্গে এই বিশ্বাস জড়িয়ে রয়েছে, এবং বিষয়টি রাজনৈতিক জলঘোলা করা উচিত নয়। দুই বিচারপতির বেঞ্চ সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে, যা বর্তমান পরিস্থিতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাতে জল খেলে বাড়ছে রোগের ঝুঁকি? জানুন কেন!

সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে জেনে নিন

সম্প্রতি, লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছিল। অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সিট গঠন করা হয়, কিন্তু সেই তদন্ত স্থগিত করা হয়। অভিযোগটি প্রকাশ্যে আসতেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দাবি করেন, ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা হয়েছে। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়।শুনানির শুরুতেই আদালত অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। বিচারপতি বি আর গভাই এবং কে ভি বিশ্বনাথন বলেন, “ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত।” আদালত স্পষ্ট করে জানায় যে, তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুর সঙ্গে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের আবেগ জড়িয়ে রয়েছে, এবং এমন গুরুতর অভিযোগের জন্য তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে।আদালত আরও উল্লেখ করে যে, সওয়াল-জবাব করে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি করা অযৌক্তিক। এই পরিস্থিতিতে, সুপ্রিম কোর্ট নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটিতে থাকবে পাঁচজন সদস্য, যার মধ্যে দুজন সিবিআই আধিকারিক, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুই আধিকারিক এবং FSSAI-এর একজন শীর্ষ কর্তা অন্তর্ভুক্ত থাকবেন।আদালতের মতে, একমাত্র নিরপেক্ষ তদন্তের উপরেই ভরসা রাখা যায়। এটি শুধু লাড্ডুর মানের বিষয় নয়, বরং ধর্মীয় বিশ্বাসের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা রক্ষার বিষয়ও। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু শুধু একটি খাদ্যদ্রব্য নয়, এটি কোটি কোটি ভক্তের জন্য একটি পবিত্র প্রার্থনার অংশ, যা তাদের আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অর্জুন সিং এর বাড়িতে হামলাঃ উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়

এখন দেখা যাক, এই কমিটির তদন্তের ফল কী আসে এবং তা কিভাবে জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রক্ষা করে। সুপ্রিম কোর্টের নির্দেশনার ফলে আশা করা হচ্ছে যে, মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের মীমাংসা হবে এবং ভক্তদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর