lognajita-pujo-plans-and-protests

ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :দেখতে দেখতে আরজি কর কাণ্ডের পর ৫৪ দিন কেটে গেছে। জুনিয়র চিকিৎসকেরা ফের কর্মবিরতিতে গিয়েছেন। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। টলিউডের তারকারাও পিছিয়ে নেই। এই তালিকায় অন্যতম নাম লগ্নজিতা চক্রবর্তী, যিনি শুরু থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন।

পুজোর গান ‘ঢ্যাং কুড়াকুড়’-এ ফিরলেন মিঠুন-দেবশ্রী

ট্রোলের মুখোমুখি হতে প্রস্তুত

পিংক ফ্লয়েডের গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি হোল ৪০ কোটি ডলারের চুক্তিতে

এরই মধ্যে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লগ্নজিতা ঘোষণা করেছেন তার পুজোর পরিকল্পনা। তিনি শিগগিরই দেশের বাইরে শো করতে যাচ্ছেন। যেখানে দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে পারফর্ম করবেন। ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে ফিলাডেলফিয়া, আটলান্টা, শিকাগো, ওহিও, ক্লিভল্যান্ড এবং নিউ জার্সিতে তার অনুষ্ঠান রয়েছে। যদিও ট্রোলিং-এর ঝড় আসবে তা নিশ্চিত, কিন্তু তিনি পেশার তাগিদে এবং জীবিকার জন্য কাজ করতে বাধ্য।

নবরাত্রি আগে শোকের ছায়ায় আমির খান এবং রীণা দত্তের বন্ধুত্ব

ফেসবুকে লগ্নজিতা লিখেছেন,’ আমি জানি ট্রোল হব, তবুও এ ট্যুরের শিডিউল জানালাম। শ্রম ছাড়া বাড়িতে বসে টাকা রোজগার সম্ভব নয়। আমি সকলের মতোই রোজগার করতে বাধ্য।’

এছাড়া, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে বিনা পয়সার বিরিয়ানি খাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি কড়া জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, ‘ আমার উপর যে অভিযোগ করা হচ্ছে, তা কিঞ্জল নন্দকে জানাতে পারেন। আমি জানি আমি কী করেছি।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর