indian-women-cricket-world-cup-hope

ব্যুরো নিউজ,৩ অক্টোবর:ভারতীয় মহিলা ক্রিকেট দল এবার কি শেষ পর্যন্ত টি২০ বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করবে? এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে। চলতি বছর পুরুষ ক্রিকেট দল রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবদের নেতৃত্বে আইসিসির ট্রফি জয়ের খরা কাটিয়েছে। এবার মেয়েদের পালা, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মরুদেশে বিশ ওভারের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অভিযান শুরু হচ্ছে।

মুর্শিদাবাদের দুই কৃষক অপহৃতঃ বিজিবির বিরুদ্ধে অভিযোগ

আজ শুরু ভারতীয় মহিলা দলের টি২০ বিশ্বকাপ অভিযান

শুক্রবারই শুরু হচ্ছে ভারতীয় মহিলা দলের টি২০ বিশ্বকাপ অভিযান। আগের দুটি ওয়ার্ম আপ ম্যাচে স্মৃতি মন্ধনা এবং তার দলের সদস্যরা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর খুবই খুশি, যদিও চলতি বছরে অপ্রত্যাশিতভাবে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিলেন।ভারতীয় মহিলা দল ২০২০ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও অস্ট্রেলিয়ার কাছে ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার দলটি আগের চেয়ে শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। ২০১৮ ও ২০২৩ সালে সেমিফাইনালে হারার পর, ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের কাছাকাছি পৌঁছেও ইংল্যান্ডের  কাছে হেরেছিলেন তারা।মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি হবে রবিবার। ৯ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও মুখোমুখি হবেন তারা। ১৩ অক্টোবর প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন হরমনপ্রীতরা। গ্রুপ স্টেজে মোট চারটি ম্যাচ খেলবে ভারত।

জমি সমস্যায় রেলের প্রকল্প বাধাগ্রস্ত, রাজ্য প্রশাসনের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

হরমনপ্রীত কৌর জানিয়েছেন, “এটাই ভারতের সেরা দল। আমরা অনেকদিন ধরেই একসঙ্গে খেলছি এবং একে অপরকে ভালোভাবে বুঝি। সদ্য মেন  টিম ইন্ডিয়া যে টি২০ বিশ্বকাপ জিতেছে, সেটি আমাদের জন্য প্রেরণা।”তিনি আরও বলেন, “প্রত্যেক ম্যাচ থেকেই শেখার কিছু আছে। জয় পেলে মনে হয় কিছু অর্জন করেছি, আবার পরের দিন ছোট ভুল করে ফেলতে পারি। তাই খেলার হার-জিতের মধ্যে সবসময় শিখতে হবে।”হরমনপ্রীত তার দলের প্রতি আত্মবিশ্বাসী, এবং আশা করছেন যে এবার তাদেরই সময় আসবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর