rg kar-hospital-case-supreme-court-hearing

ব্যুরো নিউজ,১ অক্টোবর:সোমবার, সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন  বলেন যে পরবর্তী শুনানি হবে ১৪ অক্টোবর, দুর্গাপুজোর পর। তখন সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ থাকলেও, স্বাভাবিক ছন্দে ফিরে আসবে জীবন।

জম্মু ও কাশ্মীরের তৃতীয় দফার বিধানসভা ভোট শুরু

১৪ অক্টোবর ওই মামলার পরবর্তী শুনানি

সেইসঙ্গে, প্রধান বিচারপতি সিবিআইকে আগামী শুনানিতে একটি নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেন। উল্লেখযোগ্য হলো, ১২ অক্টোবর বিজয়া দশমী, আর ১৪ অক্টোবর ওই মামলার পরবর্তী শুনানি।গতকালের শুনানিতে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, যেখানে নির্যাতিতার চোখে গুরুতর আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “ঘুমন্ত অবস্থায় কীভাবে এটি হলো?” তিনি সিবিআইকে নির্দেশ দেন, তদন্তের অধীনে থাকা ব্যক্তিদের নামের তালিকা আদালতে জমা দিতে।রাজ্যের আইনজীবী জানান, ইতিমধ্যে পাঁচজনের নাম জমা হয়েছে।শুনানির পর প্রধান বিচারপতি বলেন, “সিবিআই তদন্তে গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। তারা তদন্ত চালিয়ে যেতে পারে।” সলিসিটর জেনারেল জানায় যে, নির্যাতিতার চোখের আঘাতের কারণ ছিল চশমা না খুলে ঘুমানো।

বাংলাকে বঞ্চিত করা হয়েছেঃ কেন্দ্রের আর্থিক সাহায্যে উঠেছে প্রশ্ন

অন্যদিকে, প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা বসাতে হবে এবং সমস্ত কাজ শেষ করতে হবে। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, “এটি সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা নয়। আমাদের কাছে চারজনের নাম রয়েছে, যারা ঘটনার সময় ক্রাইম সিনে ছিলেন।”তিনি হাসপাতালের সাতজনকে সাসপেন্ড করারও দাবি জানান।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর