nia-raid-maoist-investigation-chhattisgarh

ব্যুরো নিউজ, ১ অক্টোবর :ছত্তীসগঢ়ের মাওবাদী নাশকতা এবং সংশ্লিষ্ট সংগঠন নিয়ে তদন্তের জন্য রাজ্যের সাতটি স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ভোর থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়, যেখানে এনআইএ-এর সাথে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীও।

ছত্তীসগঢ়ের নাশকতা সংক্রান্ত তল্লাশি

তল্লাশি চলছে বারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর ও জগদ্দলে, পাশাপাশি আসানসোলের একটি গবেষকের বাড়িতেও। জানা যাচ্ছে, এই অভিযানের পেছনে মূলত ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় মাওবাদী নাশকতার ফান্ডিং ও সংগঠন সংক্রান্ত তদন্ত রয়েছে। এর ভিত্তিতেই রাজ্যের সাতটি স্থানে আতস কাচের নীচে এসেছে এই নামগুলো।

সোদপুরের পল্লিশ্রী এলাকায় মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তী ও মানবেশ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চলছে। অন্যদিকে, আসানসোলের অভিজ্ঞান সরকার ও সুদীপ্তা পাল নামে দুজন মানবাধিকার কর্মীর বাড়িতেও চলছে তল্লাশি। অভিজ্ঞান সরকার একজন গবেষক এবং তিনি পূর্বে সিঙ্গুর আন্দোলনে যুক্ত ছিলেন।

এনআইএ কর্মকর্তারা দাবি করছেন, এই সকল ব্যক্তির মাওবাদী সংগঠনের সঙ্গে যোগসূত্র রয়েছে। তারা এইসব ব্যক্তিকে ‘আরবান নকশাল’ হিসাবে অভিহিত করছেন এবং তাদের সঙ্গে ছত্তীসগঢ়ের নাশকতার সম্পর্ক কী, তা তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় সম্প্রতি একটি আইইডি বিস্ফোরণে সিআরপিএফের জওয়ানরা আহত হন। আহত জওয়ানদের রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সিআরপিএফের ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন, তখনই তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দেখতে পান এবং নিষ্ক্রিয় করার চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর