mechanical-issues-train-cancellations

ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর :রাঙাপানি স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি নন-ইন্টারলকিংয়ের কাজ। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

ট্রেনের পথ বদল

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ২৮ ও ২৯ তারিখের শিলিগুড়ি জং-মালদহ কোর্ট (০৭৫২০) ডেমু এবং  ০৭৫১৯মালদহ কোর্ট-শিলিগুড়ি জং ডেমু। এছাড়া ২৯ ও ৩০ সেপ্টেম্বর বাতিল থাকবে ০৭৫০৮শিলিগুড়ি জং-রাধিকাপুর ডেমু ট্রেন এবং ০৭৫০৭ রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু।

উৎসবের মরসুমে চমকপ্রদ ওঠানামা সোনার দামে

এছাড়া কিছু ট্রেনের পথ পরিবর্তনও হচ্ছে। ২৪ ও ২৬ সেপ্টেম্বর শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (১২৩৭৭) চলবে না। ২৮ সেপ্টেম্বর বাতিল হচ্ছে পুরী-কামাখ্যা এক্সপ্রেস (১৫৬৪৩), শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৭), এবং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস (১৩১৪১)। ২৯ সেপ্টেম্বর বাতিল হচ্ছে শিয়ালদহ-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৩)।

তিন বছরের মামলা নিয়ে নতুন মোড় আদালতে পরীমণি

নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং-আলুয়াবাড়ি রোডের ট্রেনগুলির মধ্যে ২৮ সেপ্টেম্বরের ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (১৫৯৬০), ২৫ ও ২৭ সেপ্টেম্বরের হলদিবাড়ি-কলকাতা সুপার ফাস্ট এক্সপ্রেস (১২৩৬৪) বাতিল রয়েছে। ২৯ সেপ্টেম্বরের বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (8১৩১৪৮), হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল ( ১২১৪৪), এবং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ স্পেশাল (১২৩৭৮) ট্রেনও বাতিল হবে।

যাত্রীদের জন্য এই তথ্যগুলি গুরুত্ব সহকারে নেওয়া জরুরি, যাতে আপনার যাত্রা পরিকল্পনা করতে কোনও অসুবিধা না হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর