gold-price-festival-season

ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর :অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে উৎসবের মরসুম, যা আমাদের দেশীয় সংস্কৃতিতে এক বিশেষ গুরুত্ব বহন করে। দুর্গাপুজো, নবরাত্রি, লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি—এইসব উৎসবে গয়নায় সেজে ওঠার পালা। অনেকে উৎসবের আগে বোনাসের টাকা দিয়ে সোনার গয়না কিনতে প্রস্তুতি হন।

শাহরুখের প্রিয় পুত্র আব্রাম খানের ১১তম জন্মদিন; আব্রামের মানের অর্থ কি জানেন?

আজকের সোনা-রুপো দাম

গুরুতর অসুস্থ মনোজ মিত্র;অভিনেতার অবস্থা সংকটজনক

এই বছর, সোনার বাজারে চমকপ্রদ ওঠানামা চলছে। আজ আবার সোনার দাম কিছুটা বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬,৯৮১ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে হলে খরচ হবে ৬৯,৮১০ টাকা। ২৪ ক্যারেট সোনার জন্য দাম হচ্ছে ৭,১৬০ টাকা প্রতি ১০ গ্রামে, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

অন্যদিকে, রুপোর দাম কিছুটা কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম এখন ৯,২৯০ টাকা। উৎসবের আগে সোনার এবং রুপোর এই পরিবর্তনগুলি ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই পুজোর আনন্দে আর্থিক পরিকল্পনা করাটা অপরিহার্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর