beauty-tips-for-durga-puja

ব্যুরো নিউজ,১৭ সেপ্টেম্বর :পুজো মানেই সাজগোজের এক নতুন রুপে নিজেকে পাওয়া। যেখানে পোশাকের সঙ্গে গয়নার নির্বাচন বিশেষ গুরুত্ব পায়। যত দামি শাড়ি, ব্লাউজ় বা গয়না পরুন না কেন, যদি সেগুলি সঠিকভাবে মেলানো নাই যায়, তবে পুরো সাজটাই ভেস্তে যেতে পারে। কি ঠিক বললাম তাই তো ? বিশেষ করে হার বা নেকলেসের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। শাড়ির সঙ্গে ব্লাউজ় বা ক্রপ টপের সঙ্গে কী ধরনের গয়না মানাবে, তা জানা অত্যন্ত প্রয়োজনীয়।

পুজোর আগে গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার সহজ টিপস

নজরকাড়া সাজ

Beauty Tips : পুজোর আগে চটজলদি ওজন কমাতে চান? উপকার পাবেন এই টোটকায়

যদি আপনার ব্লাউজ়ের নেকলাইন গলার হাড়ের (কলার বোন) উপরে থাকে, তবে ভারী হার পরা এ ক্ষেত্রে উপযুক্ত নয়। এমন ব্লাউজ়ের সঙ্গে কানের বড় দুল যেমন ঝুমকো বা চাঁদবালী পড়তে পারেন। যদি নেকলেস পরার ইচ্ছে থাকে, তবে লম্বা হার পরা যেতে পারে। তবে, সাধারণত এমন ব্লাউজ়ের সঙ্গে চোকার হারই সবচেয়ে বেশি মানায়।

পুজোর আগে ত্বক ঝলমলে নতুন রূপ পেতে চান তাহলে ঘরোয়া উপায় প্যাকটি তৈরি করুন!

চেকার্ড ব্লাউজ়ের সঙ্গে ঝোলানো দুলের পরিবর্তে ছোট কানের পাশা বেশি উপযুক্ত। এমন ব্লাউজ়ের নেকলাইন আপনি যদি চোকার পরেন, তবে তা আপনাকে লম্বা দেখাবে। মনে রাখবেন, গয়না নির্বাচন এবং তার সাথে সঠিক সাজ-পোশাকের সঙ্গতি আপনার পুজোর সাজে এক নতুন মাত্রা এনে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর