aeroplane in kolkata image

ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর :কলকাতা থেকে মুম্বাই যাওয়ার আগেই বিপত্তি বিমান। এই ঘটনা নতুন নয় এর আগেও ঘটেছে এই ঘটনা। সপ্তাহখানেক আগেই কলকাতায় জরুরি অবতরণ করা হয় ইন্ডিগো একটি বিমানকে। মাঝ আকাশে ওড়ার সময়ই বিকল হয়ে গিয়েছিল বিমানের ইঞ্জিন। বেঙ্গালুরুগামী ইন্ডিগো  6e 573 বিমানটি ১৫০ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উড়ছিল।কলকাতা থেকে ওড়ার পরই সমস্যা ধরা পড়ে তার ইঞ্জিনে। তারপরে দ্রুততার সঙ্গে নামানো হয় সেই বিমানটি।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন শিক্ষকরা

তড়িঘড়ি অবতরণ বিমানবন্দরে

আন্দোলনের ঝাঁজ বাড়ালেও মানুষের পাশে দাঁড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা,চালু টেলিমেডিসিন পরিষেবা

বিমানবন্দর সূত্রে খবর, থাই লায়ন ইয়ার এস এল ২১৮ বিমানটি ব্যাংকক থেকে মুম্বাই যাচ্ছিল। প্রায় পৌছে গিয়েছিল বিমানটি কলকাতার আকাশে। হঠাৎই অপর্যাপ্ত জ্বালানি সংকেত পান পাইলট ককপিট। তিনি বুঝতে পারেন যে ব্যাংকক থেকে মুম্বাই যাওয়ার মতো যথেষ্ট জ্বালানি নেই তার বিমানে। তড়িঘড়ি করে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

পিএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার ২

শুক্রবার রাত ০৮:০৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। জানা যায় সে বিমানটি ১৪ জন যাত্রী এবং ১১ জন ক্র নিয়ে কলকাতা বন্দরে নিরাপদে বিমানটি নিয়ে আসে। জানা যায় জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। এরপর বিমানে জ্বালানি ভরে সে বিমান মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর