ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর :বেশ কিছুদিন আগে ৩৩ বছরের মেয়ে রেবেকা প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন। তার সাথেই ঘটল এক মর্মান্তিক ঘটনা। মহিলাদের ম্যারাথনে ৪৪ তম স্থানে ছিলেন রেবেকা।
রাস্তাতেই মদ খাইয়ে ধর্ষণ করল ওই মহিলাকে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভয়ানক পরিণতি
দিনহাটায় পুলিশি বাধার মুখে সুকান্ত | বসে পড়লেন রাস্তায় | স্তব্ধ রাজ্য সড়ক
কেনিয়ার এন্ডেবেসে তার নিজের বাড়িতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। গত রবিবার , তার সন্তানদের নিয়ে গির্জা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তারপরেই তার ঝগড়া শুরু হয় প্রেমিক ডিকসন এনডিয়েমা মারানগাশ এর সাথে। পুলিশ সূত্রে জানা যায়,ডিকসন সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন রেবেকা। তাদের বাড়ির জমির মালিকানা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
সন্দীপ ঘোষের রক্ষাকবচ খারিজ করলো সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে নিরাশ বিএড পাশ চাকরিপ্রার্থীরা
বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলার পর আচমকাই রেবেকার সারা গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় তার প্রেমিক। স্থানীয় হাসপাতালে ভর্তি করে হয় রেবেকা কে। ততক্ষণেই তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। তাকে নাইরবিয়ারি একটি হাসপাতালে স্থানান্তরের কথা হয়েছিল। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে রেবেকার অবস্থা আরো খারাপ হতে থাকে। হাসপাতালের ডাক্তার ওয়েন মেনাস বলেন,’দুর্ভাগ্যবশত গতকাল রাতে তার সব অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে’।