gas cylinder

ব্যুরো নিউজ,২ সেপ্টেম্বর: বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটা কমেছে। যার ফলে দেশের সাধারণ মানুষ আশা করেছিল হয়তো পরিবহন জ্বালানি এবং রান্নার গ্যাসের দাম কিছুটা কমবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। গৃহস্থের স্বস্তি পাওয়ার প্রত্যাশা পূর্ণ হল না।

খুশকির সমস্যা! দূর করতে মাথায় ব্যবহার করুন এই উপাদানটি

বাড়ির রান্নার গ্যাসের দাম কত?

শনিবার রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি জানালো যে বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের (১৪.২ kg )দাম সেপ্টেম্বর মাসেও একই থাকছে। অর্থাৎ কলকাতায় বাড়ির রান্না গ্যাসের সিলিন্ডার কিনতে হবে ৮৩৯ টাকা দিয়েই। পরিবহন জ্বালানির দামও অপরিবর্তিত থাকলো ।

ঠোঁট কালো হয়ে গিয়েছে? জানুন ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনার উপায়  

কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। বাণিজ্যিক অর্থাৎ হোটেল রেস্তোরায় রান্না করা গ্যাসের দাম উল্টে বেড়ে গেল। বাণিজ্যিক সিলিন্ডারের উনিশ কেজির দাম ৩৮ টাকা বেড়ে হয়েছে ১৮০২ .৫০ টাকা। যার ফলে চাপের মুখে হোটেল রেস্তোরাঁ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর