ব্যুরো নিউজ,২৯ আগস্ট:এই ঘটনা প্রথমবার নয়। কারণ এইসব ঘটনা প্রায়ই হয়ে থাকে। রেল স্টেশনে ওভারব্রিজ থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করে অনেক যাত্রী।এইভাবে সেদিন ট্রেনলাইন পার হচ্ছিলাম এক মহিলা আর ঠিক সেই সময় ট্রেন আসায় ধাক্কা খেলেন সেই মহিলা। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো হাজির হলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক কর্মী। এইরকম একটি ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়(এই ঘটনার সত্যতা যাচাই করেনি ইভিএম নিউজ)।
সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পেতে তাঁর চরণে নিবেদন করুন এই ফুলগুলি
কে সেই দেবদূতের ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ফাঁড়া কাটাতে বদ্ধপরিকর মহিলা ক্রিকেট বাহিনী
মহারাষ্ট্রের জলগাও রেল স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। প্ল্যাটফর্মের সিসি টিভিতে ধরা পড়েছে পুরো গোটা বিষয়টি। সেই ভিডিওতে দেখা গিয়েছে, রেল লাইনের সিগন্যাল লাল থাকা সত্ত্বেও সেই মহিলা ভারী ব্যাগ নিয়ে রেল লাইনের উপর দিয়ে প্লাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময়ই এসে পড়ে ওই ট্রেনটি। মহিলাটির সঙ্গে থাকা ব্যাগটি স্টেশনের দিকে ছুঁড়ে দিলেও ব্যর্থ হন প্ল্যাটফর্মের ওঠার। এইটা দেখতে পেয়ে ছুটে আসেন এক আরপিএফ কর্মী। ওই মহিলাকে হাত বাড়িয়ে টেনে তোলার চেষ্টা করেন তিনি। আর তার মধ্যেই ট্রেনে এসে জোরে ধাক্কা মারে মহিলাটিকে। ট্রেনএবং প্ল্যাটফর্ম এর মাঝে আটকে পড়েন সেই মহিলা। আর এই অবস্থায় ট্রেনে ওই মহিলাকে টেনে হিজড়ে নিয়ে যায় বেশ কিছুটা। সেই সময় দেবদূতের মতো এসে মহিলাটিকে টেনে তোলেন চাঙ্গো পাটিল নামও এক আরপিএফ কর্মী।এরপর বাকি পুলিশ কর্মীরা ছুটে এসে মহিলাটিকে উদ্ধার করে। বর্তমানে সেই মহিলাটি হাসপাতালে চিকিৎসাধীন।