ব্যুরো নিউজ,২১ আগস্ট: প্যারিস অলিম্পিকে ভারতীয় শুটিংয়ে জোড়া পদকজয়ী মনু ভাকর। তিনি সারা ভারতবাসীর কাছে প্রিয় হয়ে উঠেছেন। হবেন নাই বা কেন? তিনি যে ভারতকে এবং ভারতবাসীকে বিশ্বের দরবারে গর্বিত করেছেন। প্যারিস অলিম্পিক থেকে ফিরে আসার পর তিনি তিন মাস বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের মহিলা শুটার মনু ভাকের।
পাকিস্তানে খেলতে গররাজি রোহিত এন্ড কোম্পানি
মনু ভাকেরের বার্তা
কিন্তু তিনি তো ভারতবাসীর অনুপ্রেরণা। তাই তার বিশ্রাম নেই। মঙ্গলবার চেন্নাইয়ের একটি স্কুলের সম্বর্ধনা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জোড়া পদকজয়ী মনু নতুন প্রজন্মকে বার্তা দেন, বড় স্বপ্ন দেখার এবং সেটা বাস্তবায়িত করার। স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কঠিন পরিশ্রম করার কথা তিনি বলেছেন। তিনি আরো বলেন যে হার- জিত নিয়ে বেশি চিন্তা না করে শুধু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।
নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছে তিনি নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে বলেছেন যে, জীবনে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে তেমন কোন মানে নেই। জীবনে প্রতিষ্ঠিত হবার অনেক পথ রয়েছে। খেলাধুলাও পারে সুন্দর জীবন উপহার দিতে। নতুন প্রজন্মকে তিনি খেলাধুলার উপর বিশেষ জোর দেওয়ার বার্তা দিয়েছেন।