ব্যুরো নিউজ,১৮ আগস্ট : খবরে শোনা যাচ্ছে যে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি। তার একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তবে তিনি এখন ভালো আছেন। জানা যাচ্ছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার হার্টে ব্লকেজ পাওয়া গেছে।
জানলে অবাক হবেন যে ফুচকা আপনার শরীরে কোন কোন উপকারে লাগে?
লাইফ টাইম আচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা অভিনেতাকে
তবে ডাক্তারদের বক্তব্য চিন্তার কোন কারণ নেই আপাতত কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে তাকে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন সব সময়।
এর আগে তিনি দুবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ।তারপর তিনি আবার ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন। ডাবলু বি এফ জে এর তরফ থেকে অভিনেতাকে লাইফ টাইম আচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করা হয়েছিল কিন্তু অভিনেতা অসুস্থতার কারণে সেই অ্যাওয়ার্ড নিতে পারেননি। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সিনেমা যেগুলি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার মধ্যে “ঘরে বাইরে” , “দেবতা” , “আক্রোশ” , “মহাপৃথিবী” “শতরঞ্জ কে খিলাড়ি”। তবে এখন তাকে খুব একটি অভিনয় করতে দেখা যায় না । তবে ভক্তরা প্রিয় অভিনেতার আরোগ্য কামনা করছেন ।