suger quota ants photo

ব্যুরো নিউজ, ৮ আগস্ট:বর্ষা হোক বা শীত বাড়িতেই পিঁপড়ের আনাগোনা লেগেই থাকে।বাড়ির চিনির কৌটোয় মাঝেমধ্যেই দেখা যায় যে পিঁপড়ের উৎপাত বেড়েছে। কিন্তু আপনি ভাবেন যে চিনির কৌটো খুলে রাখেননি তো তাহলে কি করে কৌটো ভিতরে এলো পিঁপড়ে। আমাদের অজান্তেই চিনির কৌটোয় ঢুকে পড়ে পিঁপড়ে। ব্যবহার করুন এই টোটকা থাকবে না আর পিঁপড়ে।

পুত্র সন্তানের জন্ম দিলেন দীববীর জুটি সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়

আমরা অনেকেই চিনির কৌটো পিঁপড়ে ঢুকে বলে সেই চিনি গুলি ফেলে দিই। কিন্তু এবার আর ফেলবেন না। চিনিগুলো দিয়েই আপনি তাড়াবেন চিনির কৌটোতে থাকা পিঁপড়ে। একটি প্লেটে চিনির কৌটো উল্টে দিন এবং চারিদিকে হাত দিয়ে চিনি গুলোকে ভালো করে ছড়িয়ে দিন। বাড়িতে যেখানে সূর্যের আলো প্রবেশ করে সেই দিকে প্লেটটিকে রেখে দিন। দেখবেন এক নিমেষেই পিঁপড়ে পালাবে।

আমরা ভরসা করলেও বিদেশে নিষিদ্ধ ভারতীয় মশলা
এছাড়াও আপনি পিঁপড়ে তাড়ানোর জন্য লবঙ্গ ব্যবহার করতে পারেন। চিনির কৌটোয় যদি আপনি বেশ কয়েকটি লবঙ্গ রেখে দেন তাহলে দেখবেন পিঁপড়ে পালিয়ে গেছে। এর সাথে আপনি তেজপাতা ও রাখতে পারেন । এর তীব্র ঝাঁঝে পালাবে পিঁপড়ে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর