vinesh phogat

ব্যুরো নিউজ,৭আগস্ট : সেমিফাইনালে কিউবার গুজমান লোপেজ কে হারিয়ে কুস্তিতে ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠলেন ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। আজ বুধবার দিনেশ ফোগাট সোনার জন্য লড়াইতে নামবেন। হেরে গেলেও রুপো নিশ্চিত।

বিপর্যস্ত বাংলাদেশ ইলিশের দাম কমবে?

বিনেশ ফোগাট আজ ফাইনালে

তার কাছ থেকে পদকের আশা প্রথম থেকেই ছিল এবং তিনি নিরাশও করেননি। ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন তিনি। ভারত এখনো পর্যন্ত তিনটি পদক পেয়েছে। চতুর্থতম পদক পাওয়ার কেবল সময়ের অপেক্ষা। দীনেশ ফোগাট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি অলিম্পিকসের ফাইনালে উঠলেন।

পদ্মাপাড়ের দেশে কড়া নজর মোদি সরকারের, সর্বদল বৈঠক, সংসদে ব‍্যাখ‍্যা দিতে পারেন জয়শঙ্কর

৫-০ পয়েন্টে জিতে ফাইনালে নিজের জায়গা করে নেন দিনেশ। তিনি জেতার পর দিনেশের কোচ আবেগে কেঁদে ফেলেন। এই জয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। আজ বুধবার তিনি সোনার জন্য লড়াই করতে নামবেন। তার প্রতিপক্ষ আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্ট। সারা ভারতবাসী আজ দিনেশের দিকে তাকিয়ে ।এখন এটাই দেখার তিনি প্যারিস অলিম্পিকসে ভারতের হয়ে প্রথম সোনা জিততে পারেন কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর