Gold and silver price

ব্যুরো নিউজ,৭আগস্ট: বাজেটে কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর পরে আর আমদানির বৃদ্ধির কারণে সোনা- রুপোর দাম এক ধাক্কায় তলানিতে এসে ঠেকেছিল। অনেকটাই কমে গিয়েছিল দর। কিন্তু তারপরে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি সামনে আসায় বাজার বিশেষজ্ঞদের মত ছিল, সোনার দাম আরো বেড়ে যেতে পারে। তবে বুধবার সোনা আর রুপোর দর দেখা গেল এক লহমায় অনেকটাই নিচে নেমে গিয়েছে।

যথেষ্ট সস্তা হয়ে গেল বুধবার

বাংলাদেশে হাসিনাকে সরিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে আসীন হচ্ছেন মুজিবুরেরই অনুরাগী ইউনূস

তবে একথাও ঠিক বাজার একেবারে টালমাটাল। যেকোনো মুহূর্তে সোনা রুপোর দাম বাড়তেই পারে। তবে ওঠা নামার এই খেলা সোনার রুপোর ক্ষেত্রে ইদানিং খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। ফলে প্রতিদিনই নজর রাখতে হবে বাজারে সোনা রুপোর দাম কত হলো? এক নজরে দেখে নেওয়া যাক, বুধবার সোনা- রুপোর বাজার দর কত?

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬৩৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬৩৮৯০ টাকা। এদিকে ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম ১ গ্রাম ৬ হাজার ৯৭০ টাকা, সেই হিসেবে ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার ৭০০ টাকা।

১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২২৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজার ২৭০ টাকা।

ফ্যাশনে কনট্রাক্ট লেন্স তবে অসাবধানতা হলে হারাতে পারেন চোখের দৃষ্টি

সোনার মতই একই পরিস্থিতি রুপোর। হলুদ ধাতুর মতোই সাদা ধাতুর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম বুধবার ৮ হাজার ২৪০ টাকা। একদিনে ৫১০ টাকা কমে গিয়েছে। ১ কেজি রুপোর দাম ৮২ হাজার ৪০০ টাকা। একদিনে ৫ হাজার ১০০ টাকা কমেছে।

ফলে এক ধাক্কায় ৭০ হাজারের গণ্ডির নিচে নেমে গিয়েছে সোনা। আর ওদিকে ৫০০০ টাকা দাম কমে গিয়েছে রুপোর।সোনা বা রুপো কেনার যদি কোনো প্রয়োজন থাকে, এক্ষুনি বাজারে যেতে পারেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর