NEET-PG Exam Date

ব্যুরো নিউজ, ৫ জুলাই : বাতিল হওয়া নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল আজ। কী জানানো হচ্ছে ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনের তরফে?

প্রাথমিক ওএমআর দুর্নীতিতে বিরাট ‘পাওয়ার’ পেল CBI! বড় নির্দেশ বিচারপতি মান্থার

NEET ইস্যুতে উত্তাল হয়েছে গোটা দেশ। পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র লিক। মোটা টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি। এমনকি পরীক্ষার্থীরা পেয়েছে ভুড়ি ভুড়ি নম্বর। কীভাবে এত নম্বর পেল পরীক্ষার্থীরা সেই নিয়েও উঠেছে প্রশ্ন। আর এবার এর মাঝেই নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন।

BJP Helpline

গত ২২ জুন নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার তখন কয়েক ঘণ্টা মাত্র বাকি। আর সেই সময়েই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। সেই সময় এই পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানানো হয়।

পিছিয়ে দেওয়া নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল আজ। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনের তরফে জানানো হয়েছে, আগামী ১১ আগস্ট নিট-পিজি পরীক্ষা হবে। তবে আগের মত নয়, দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর