Arabul Islam ISSUE

ব্যুরো নিউজ, ৩ জুলাই : পাঁচ মাস পর জামিন পেয়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মীকে খুনের ঘটনায় ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন আরাবুল ইসলাম। সেই থেকেই জেলেই ছিলেন। অবশেষে জামিনে মুক্ত হয়েছেন তৃণমূল নেতা। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি আবার নিজের ঘরে স্বমহিমায় ফিরতে পারবেন? কারণ ভাঙড় ২ পঞ্চায়েত সমিতি থেকে আরাবুলের নেম প্লেট সরিয়ে নেওয়া হয়েছে।

এবার কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ছেঁড়া জিন্স, টি-শার্ট

জেলমুক্তি হলেও দলে কি স্বমহিমায় ফিরতে রাত পারবেন?

BJP Helpline

তার জামিন মেলায় ভাঙড়ে কোনো উত্তেজনাও নেই। পঞ্চায়েত সমিতি থেকে খুলে নেওয়া হল আরাবুল ইসলামের নেমপ্লেটও। সভাপতির ঘরে এখন সহ সভাপতি ও শওকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলাম। এই খাইরুল ইসলামকেই নাকি খুন করার ছক কষেছিলেন আরাবুল ইসলাম, যা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। আরাবুলের জামিন প্রসঙ্গে তাঁর ছেলে হাকিমুল ইসলাম সহ আরাবুল ইসলাম ঘনিষ্ঠরা কেউ কিছুই প্রকাশ্যে বলতে চাইছে না। অন্যদিকে জামিন পাওয়ার আগেই কী কারণে আরাবুলের নাম লেখা সভাপতির বোর্ড খুলে ফেলা হল, তা নিয়ে শওকত মোল্লা বলেন, ‘বিষয়টি জানিনা। খোঁজ নিয়ে দেখছি।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর