Nandigram police station issue

ব্যুরো নিউজ, ৩ জুলাই: নন্দীগ্রামের আইন-শৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। নন্দীগ্রামে হবে আরও দুটি থানা। নন্দীগ্রামের নিরাপত্তা আরও জোরদার করতে শুধু নন্দীগ্রাম থানাই যথেষ্ট নয় বলে মনে করছে নবান্ন। তাই তৈরি করা হবে রেয়াপাড়া ও তেখালি থানা।

চোপড়া ইস্যুতে সরব চিরঞ্জিৎ! কী বললেন তৃণমূল বিধায়ক?

নন্দীগ্রামে জমি আন্দোলনের ঘটনায় শিরোনামে আসে নন্দীগ্রাম। সেই জমি আন্দোলনকে হাতিয়ার করেই বাম জমানার অবসান ঘটিয়ে শুরু হয় তৃণমূল জমানা। এমনটাই মত রাজনৈতিক মহলের। তবে এই নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নন্দিগ্রাম থেকেই ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্য-রাজনীতিতে নন্দীগ্রামের গুরুত্ব অনেকাটাই।
BJP Helpline
আর এবার সেই নন্দীগ্রামেই বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনেও এখানে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে বলে অভিযোগ। তাই নন্দীগ্রামের আইনশৃঙ্খলা দৃঢ় করতে নন্দীগ্রাম থানা ভেঙে আরও দু’টি নতুন থানা তৈরির পাশাপাশি বলা হয় আরও দুটি নতুন আউটপোস্টও তৈরি করা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর