200 case filed today
ব্যুরো নিউজ, ১ জুলাই: আজ কার্যকর হল নয়া ফৌজদারি আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কার্যকর হয়। এই ফৌজদারি আইন কার্যকর হতেই রেকর্ড! প্রথম দিনেই এই আইনে ২০০টি কেস দায়ের হল।
একটা-দুটো নয়, অজস্র পরীক্ষার খাতায় নম্বর যোগে ভুল! পরীক্ষকদের সতর্ক করল পর্ষদ

নতুন তিন ফৌজদারি আইন কার্যকর হতেই এই আইনের অধীনে দেশে প্রথম এফআইআর হয় দিল্লিতে এক এক জল বিক্রেতার বিরুদ্ধে। ওই বিক্রেতা জল ও গুটখা বিক্রি করায় কর্তব্যরত সাব ইন্সপেক্টর তাঁকে বারবার সরে যেতে বলে। কিন্তু কিছুতেই তিনি রাজি না হওয়ায়, তাঁর বিরুদ্ধে ২৮৫ ধারায় মামলা করা হয়।
BJP Helpline

এছাড়াও সোমবার শহরের বিভিন্ন এলাকায় নতুন আইনের অধীনে প্রায় ২০০টি কেস জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে। প্রতারণার মামলা, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি বাঁশদ্রোনী থানায় দায়ের করা হয়েছে প্রতারণার মামলা। এমন শয়ে শয়ে কেস জমা পড়েছে আজ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর