ব্যুরো নিউজ, ৩০ জুন : ১৭ বছর পর বিশ্বকাপ ঘরে আনল টিম ইন্ডিয়া। গোটা দেশ সেলিব্রেশনের মুডে। সেই সঙ্গেই ভারতীয় ক্রিকেট টিমকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লাদাখে প্রশিক্ষণ চলাকালীন মৃত ৫ জওয়ান
বিচারকরা মানুষের সেবক : ডি ওয়াই চন্দ্রচূড়
গত বছর ১৯ নভেম্বর হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপে ভারতীয় দলের স্বপ্ন ভঙ্গ হলেও, টি২০ বিশ্বকাপ নিজেদের ঘরে এনেছে ‘মেন ইন ব্লু’। সেবার জয় না আসলেও স্বয়ং মোদী পাশে দারিয়ে ছিলেন খেলোয়াড়দের। যুগিয়ে ছিলেন মনোবল। আর এবার টি২০ বিশ্বকাপ জেতায় পরেই ভারতীয় ক্রিকেট দলকে একগুচ্ছ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নিজের এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, চ্যাম্পিয়নস! নিজেদের স্টাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে এনেছে আমাদের দল! আমরা ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। এই ম্যাচটি ঐতিহাসিক।
একইসঙ্গে তিনি একটি ভিডিও বার্তাতেও শুভেচ্ছা জানান, তিনি বলেন, ম্যাচ জেতার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল কোটি কোটি দেশবাসীর মন জিতে নিয়েছে।
বার্বাডোজ-এ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে কাপ ঘরে এনেছে ইন্ডিয়া। গোটা দেশে এখন খুশির জোয়ার। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।