ব্যুরো নিউজ, ৩০ জুন: জ্যোতিষ শাস্ত্রে তুলসীকে খুবই পবিত্র বলে মনে করা হয়। তাই এই তুলসী পাতার বিশেষ ব্যবহারে হতে পারে জীবনের নানা সমস্যার সমাধান। এই কয়েকটি জিনিস মেনে চলুন, জীবন হবে আরও সুন্দর, আসবে সাফল্যও প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। তুলসীকে সকাল সন্ধ্যা পুজোও করা হয়। তবে বাড়ির মেন দরজার ডান দিকে তুলসী গাছ রাখবেন। ঘরের চার কোনে তুলসী পাতা রাখতে পারেন। এবং পাতাগুলি না শুকানো পর্যন্ত তাতে জল দিন। এতে বাড়িতে সুখ- সমৃদ্ধি আসে। নেগেটিভ এনার্জির সরে গিয়ে আসে পজেটিভ শক্তি। তুলসী পাতা দুই -তিন দিন জলে ভিজিয়ে রেখে দিন। তারপর সেই জল কর্মস্থলে ছিটিয়ে দিন। এতে কর্মক্ষেত্রে উন্নতি হবে। প্রতি শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করতে পারেন। এতে চাকুরি বা ব্যবসায় সাফল্য আসবে। বাড়িতে কৃষ্ণ থাকলে, কৃষ্ণের স্নানের জলে অবশ্যই তুলসী পাতা দিন। তারপর সেই জল দিয়ে স্নান করান। এতে কৃষ্ণের কৃপা আপনার ওপর পড়বে।