ব্যুরো নিউজ, ২৯ জুন: জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু কাজ করলে জীবন থেকে বহু বাধা-বিপত্তি দূর হয়ে যায়। আর্থিক বৃদ্ধি, জীবনে উন্নতিও আসে। আজ তেমনই কিছু টোটকা এই প্রতিবেদনের অলোচ্য বিষয়।
স্টাইল বা ফ্যাশানের জন্য হাতে টার্টেল রিং পরছেন? অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন না তো?
১। কাককে খাওয়ান। কাক হল শনি দেবের বাহন। তাই কাককে খাওয়ালে গ্রহরাজ তুষ্ট হন। এতে কর্মে উন্নতি, সাফল্য আসবে।
২। স্নান করে জাফরানের তিলক দিতে পারেন। জাফরানের তিলক দিন নাভি ও কপালে পড়তে পারেন। এতে কর্মস্থলে পজেটিভ শক্তি পাবেন।
৩। রোজ পাখিদের শস্যদানা খাওয়ান। চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা, এবং অন্যান্য ডাল একসঙ্গে মিশিয়ে পাখিদের দিন।
৪। কর্মস্থলে অবশ্যই চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে বসে কাজ করার। এতে কাজে পজেটিভ এনার্জি পাবেন। জীবনে আসবে উন্নতি।
৫। অফিসের টেবিলে বা ব্যবসাস্থলে ছোট্ট হলেও ঈশ্বরের মূর্তি স্থাপন করতে পারেন। কাজে বসার আগে প্রার্থনা করুন করে কাজ শুরু করুন। পাবেন নয়া উদ্দম।