D Y Chandrachud

ব্যুরো নিউজ, ২৯ জুন : কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে আইন সংক্রান্ত একাধিক বিষয়ে বক্তব্য রাখতে শোনা গেল। তিনি বলেন বিচারব্যবস্থার ক্ষেত্রে নিজস্ব মতামত প্রয়োগ করা কোনভাবেই সমোচিন নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের ক্ষেত্রে বিচারপতির নিজস্ব চিন্তাধারা থাকতে পারে না। বিচারপতিরা সংবিধানের সার্ভেন্ট, সংবিধানের মাস্টার নয়। ভাল লাগুক বা না লাগুক সংবিধানের নৈতিকতা সম্মান করতে হবে, মানতে হবে।’

লাদাখে প্রশিক্ষণ চলাকালীন মৃত ৫ জওয়ান

‘সংবিধানের নৈতিকতা সম্মান করতে হবে, মানতে হবে’

BJP Helpline

প্রত্যেক ভারতীয় যাতে তাঁর ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করতে পারে, সেটাই সংবিধানের নৈতিকতার গুরুত্ব উল্লেখ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ‘সাংবিধানিক নৈতিকতা বলে বৈচিত্র্যকে গ্রহণ করো এবং সহনশীল হও। আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাঁদের বাধা দিই। কারণ, মন্দির বললেই মনে হয় বিচারকরা দেবতা। কিন্তু তা নয়, বিচারকরা মানুষের সেবক।’ বলে জানান তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এও বলেন, ‘বিচারকরা বিচার করুন, কিন্তু অন্যের সম্পর্কে আগেভাগে কোনও ধারণা তৈরি করে ফেলবেন না। সহানুভূতি রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের সামনে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁরাও মানুষ।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর