Sohom Chakraborty

ব্যুরো নিউজ, ১৪ জুন : আরও বিপাকে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। রেস্তোরাঁ কাণ্ডে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৪ জুলাই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

হঠাৎ কি হল দিলীপ ঘোষের? কিছু বলবেন না বলে সিদ্ধান্ত নিলেন?

তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

BJP Helpline

উল্লেখ্য, গত সপ্তাহে শুটিংয়ের সময় নিউটাউনে রেস্তোরাঁর মালিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী। রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। রেস্তরাঁর মালিক তার বিরুদ্ধে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। বুধবার মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন রেস্তরাঁ মালিক। মামলার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মামলার প্রেক্ষিতেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর