Dilip Ghosh

ব্যুরো নিউজ, ১৪ জুন: নির্বাচনে হারের পর নির্বাচনী কেন্দ্র বদল নিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে সুকান্ত মজুমদার মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে জল্পনা শুরু হয়েছে কে হবেন পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি?

কেন্দ্রের কোনো নির্দেশেই কি এই সিদ্ধান্ত?

পিএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার ২
মর্নিং ওয়ার্কে বেড়লেই সংবাদমাধ্যমের সামনে কিছু না কিছু বলতেন দিলীপ ঘোষ। তবে শুক্রবার তিনি বললেন এবার থেকে আর তিনি কিছু বলবেন না।

BJP Helpline

কিন্তু হঠাৎ কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ? এদিন তিনি বলেন, ‘সংবাদমাধ্যমকে আমি আর কিছু বলব না। যা বলার জনতাকে বলব।’ প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কি কেন্দ্র থেকে কোনো নির্দেশ পেয়েছেন? তাই তিনি আর কিছু বলবেন না বলে সিদ্ধান্ত নিলেন?

উল্লেখ্য, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রীত্ব পেয়েছেন। বিজেপিতে যেহেতু ‘এক ব্যক্তি এক পদ’ নীতি রয়েছে তাই স্বাভাবিকভাবেই সদ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়া সুকান্তকে যে রাজ্য সভাপতির পদ থেকে সরে যেতে হবে সেটা স্বাভাবিক। অন্যদিকে বিজেপির অন্দরে জল্পনা চলছে ফের রাজ্য বিজেপির সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর