BJP

ব্যুরো নিউজ, ৩ জুন: আগামিকাল ভোট গণনা। তার আগে জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্র ভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বিজেপি নেতৃত্ব। এজেন্টদের জন্য বিশেষ বার্তাও দিল বিজেপি।

কোথায় কোথায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের?

গতকালই চার ধাপে ভার্চুয়াল বৈঠক করে বিজেপি। সেখানে  প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর আজও গণনা কেন্দ্রের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। ভোটের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না বলে বার্তা বঙ্গ বিজেপি নেতৃত্বের। এদিকে গতকালই তৃণমূলের ‘সেকেন্ড ইন কমেন্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে শোনা যায়। তিনি কাউন্টিং এজেন্টদের সব সময় চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন।

BJP Helpline

এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, কাউন্টিং এজেন্টদের প্রত্যেক রাউন্ডের পরে হিসাব মিলিয়ে নেওয়ার কথা বলেছে বিজেপি নেতৃত্ব। কোনও গুজবে কান দিয়ে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। এজেন্টদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার কথা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কোনও রকম ভয়ের বাতাবরণ তৈরি হলে দায়িত্বপ্রাপ্ত কমিশন আধিকারিকদের জানাতে হবে। কোনও জায়গায় সন্দেহ হলে পুনরায় গণনার দাবি জানাতে হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর