ব্যুরো নিউজ, ১ জুন : আজ শেষ দফার নির্বাচনে সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর উঠে আসছে শিরোনামে। ভাঙড়, কুলতলি, সন্দেশখালি সর্বত্রই অশান্তির ছবি। এরই মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্রও বাদ পড়ল না।
ভোটের সকালে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়, বোমা-গুলি-র ‘সন্ত্রাস’
কুলতলীর মরীগঞ্জে গন্ডগোল বাধে। অভিযোগ, সকাল থেকেই বিজেপির এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, মারধর করে ইভিএম মেশিন জলে ছুড়ে ফেলে দেওয়া হয়। এমনটাই দাবি করেছে বিজেপি কর্মীদের একাংশ।
বিজেপি কর্মী দের অভিযোগ, তাদের এজেন্টকে এমন মারধর করা হয়েছে যে, তিনি উঠতে পারছেন না। পুলিশ এসে কিছুই করতে পারছে না। এদিকে আহত বিজেপি এজেন্ট-এর মা দাবি করেছে, তাঁর ছেলে এবারের বিজেপি এজেন্ট তবে তাঁকে বুথে বসতে দেওয়া হয়নি। উল্টে দশ বারো জন মিলে তাঁর ছেলেকে বেধারক মারধর করেছে। এই ঘটনায় গেরুয়া শিবির কাঠগড়ায় তুলেছে তৃণমূলকেই।