
জয়নগরে অশান্তি! বিজেপি এজেন্টকে ব্যপক মারধর! জলে ফেলা হল ইভিএম
ব্যুরো নিউজ, ১ জুন : আজ শেষ দফার নির্বাচনে সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর উঠে আসছে শিরোনামে। ভাঙড়, কুলতলি, সন্দেশখালি সর্বত্রই অশান্তির ছবি। এরই মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্রও বাদ পড়ল না। ভোটের সকালে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়, বোমা-গুলি-র ‘সন্ত্রাস’ কুলতলীর মরীগঞ্জে গন্ডগোল বাধে। অভিযোগ, সকাল থেকেই বিজেপির এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, মারধর করে ইভিএম মেশিন