Howrah Station train movement

ব্যুরো নিউজ, ২৮ মে : ফের যাত্রী দুর্ভোগ! হাওড়ার মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল।

রেমালের জেরে গতকাল বন্ধ ছিল একাধিক ট্রেন। শিয়ালদহ শাখায় ডায়মন্ড হারবার, কাকদ্বীপের একাধিক ট্রেন বাতিল করা হয়। তবে আজ তা স্বাভাবিক হলেও ফের সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

শেষ হতে চলেছে মেয়াদ, আবারও কি কেজরিকে ফিরতে হবে তিহাড়ে

আজ সাত- সকালে চরম দুর্ভোগ পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে। জানা যায়, সকাল ৭ টার পর শেওড়াফুলি স্টেশন থেকে একটি খালি লোকাল ট্রেন আসছিল হাওড়ার উদ্দেশ্যে। তারপরেই ঘটে বি পত্তি। লিলুয়া স্টেশনের কাছে হঠাৎ করেই লাইনচ্যুত হয় ট্রেনের বগি। আর তার জেরেই ব্যহত হয় ট্রেন চলাচল। বন্ধ হয় ডাউন লাইনে ট্রেন চলাচল।

তবে ঘটনায় লাইন চ্যুত বগি সরাতে দ্রুত কাজে নামে রেলের উচ্চ-পদস্থ ইঞ্জিনিয়ররা। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। তবে ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। কাজ শুরু হয়েছে।

BJP Helpline

 https://youtu.be/IxDr7Qu7l0I

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর