Died During Cyclone Remal

ব্যুরো নিউজ, ২৭ মে : রেমালের দাপটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। পূর্ব বর্ধমানের মেমারিরতে তড়িতাহত হয়ে বাবা ও ছেলের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে মেমারিতে ঝড়-বৃষ্টির কারণে বেশ কিছু গাছ ভেঙে পড়ে। সোমবার সকালে একটি কলাগাছ ভেঙে পড়ে মেমারির কলনাবগ্রামের কোঙারপাড়ায়। তার উপর একটি বিদ্যুৎবাহী তারও পড়ে। সেটিতে সরাতে গেলে ষাটোর্ধ্ব হরে সিংহ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে তরুণও মাটিতে লুটিয়ে পড়েন। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান দুজনেরই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাপসী দাস নামে এক মহিলার।

জুন মাসে কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখে নিন তালিকা

রেমালের দাপটে মৃত্যু মৌসুনি গ্রামের এক বৃদ্ধার

এদিকে রেমাল প্রাণ কাড়ল এক বৃদ্ধার। মৃতার নাম রেণুকা মণ্ডল। নামখানার মৌসুনি গ্রামের বাসিন্দা। বয়স প্রায় ৮০ বছর। সূত্রের খবর, সোমবার সকালে ঝোড়ো হাওয়ার দাপটে ওই বৃদ্ধার বাড়ির অ্যাসবেস্টাসের চালের উপর গাছ ভেঙে পড়ে। ওই সময় তিনি খড়ে বসে খাচ্ছিলেন। গাছ পড়ায় ওখানেই বৃদ্ধার মৃত্যু হয়।

অন্যদিকে বৃদ্ধার মৃত্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। নামখানায় রেমালের প্রভাব পড়বে বলেও জানিয়েছিল হাওয়া অফিস। এলাকার অন্যান্য বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলেও ওই বৃদ্ধাকে কেন নিরাপদ আশ্রয় সরানো হল না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে সদুত্তর মেলেনি।

রেমালের দাপটে রবিবার রাতেই কলকাতার এক যুবকের মৃত্যু হয়। ১৫ নম্বর বিবির বাগান এলাকার ঘটনা। পাশের বিল্ডিং থেকে উড়ে আসা চাঙড়ের ঘায়ে গুরুতর জখম হন শেখ সাজিদ নামে এক ব্যক্তি। তাঁকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর