Arms Recover

ব্যুরো নিউজ, ২৪ মে : এসটিএফ-এর জোড়া অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের এসটিএফের অফিসাররা উত্তর ২৪ পরগনার বনগাঁয় ও পশ্চিম বর্ধমানের আসানসোলে অভিযান চালায়। হাফ ডজন আগ্নেয়াস্ত্র। তার মধ্যে দুটি সেমি অটোমেটিক পিস্তল ও চারটি পাইপগান উদ্ধার হয়েছে। দুই জায়গা মিলিয়ে মোত ৫৭টি তাজা কার্তুজও উদ্ধার হয়েছে বলে খবর।

কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগ! বয়স, বেতন, আবেদন পদ্ধতি জানতে পড়ুন এই প্রতিবেদন

গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুই প্রান্তে অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার অন্তর্গত বনস্পোতা এলাকায় এক বিশেষ অভিযান চালায় এসটিএফ। সেই অভিযানে জামাল মণ্ডল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ওই অস্ত্র ব্যবসায়ীর থেকে উদ্ধার হয়েছে এক জোড়া সেভেন এমএম সেমি অটোমেটিক পিস্তল। পাওয়া গিয়েছে চার রাউন্ড তাজা কার্তুজ, চারটি ম্যাগাজিন।

অন্যদিকে, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালীপাহাড়ি এলাকায় দ্বিতীয় অভিযান চালায় রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। সেই অভিযানে সাগির আনসারি এক এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে চারটি পাইপগান সঙ্গে প্রচুর পরিমাণ তাজা কার্তুজও উদ্ধার হয়েছে। দুজনের বিরুদ্ধেই অস্ত্র আইনে মামল রুজু হয়েছে।

এই দুই অস্ত্র ব্যবসায়ী ভিন রাজ্য থেকে অস্ত্র কিনে এ রাজ্যের দুষ্কৃতীদের সাপ্লাই দিত বলে পুলিশ সূত্রে খবর। এদের সঙ্গে কারা কারা জড়িত, কীভাবে এরা কাজ করতো তার সবকিছুর সন্ধান পেতেই ধৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর