ব্যুরো নিউজ, ২৪ মে : একদিকে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল সাত জনে। অন্যদিকে কেদারনাথগামী কপ্টারের জরুরি অবতরণে প্রাণ বাঁচল পূর্ণ্যার্থীদের। মাঝ আকাশেই বিকল হয়ে যায় হেলিকপ্টারটি। প্রাণ হাতে ফিরলেন পূণ্যার্থীরা।
প্রাইভেট জেটে নিয়ে আসা হল মুম্বই। এখন কেমন আছেন শাহরুখ?
মাঝ আকাশেই বিকল কেদারনাথগামী হেলিকপ্টার
সূত্রের খবর শুক্রবার সকাল সাতটা নাগাদ কেদারনাথের উদ্দেশ্যে ৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে কপ্টারের পাইলট জরুরি অবতরণ করেন । কেদারনাথের হেলিপ্যাড থেকে বেশ খানিকটা দূরে কপ্টারটি নামানো হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। তবে এই দুর্ঘটনার পর কপ্টারের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কপ্টারে কেন আচমকা ত্রুটি দেখা দিল, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭, আহত ২০
রুদ্রপ্রয়াগের জেলাশাসক সৌরভ গাহারওয়ার জানান, কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কপ্টারটি অবতরণ করিয়েছেন পাইলট। তার জেরেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কপ্টার থেকে নেমে পুণ্যার্থীরা কেদারনাথ দর্শন করে এসেছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে ২০২২-এ কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছিল ৬ পুণ্যার্থীর। তারপরে কপ্টারে বিশেষ নজরদারি শুরু হয়েছিল। এবার আবার কপ্টার দুর্ঘটনার কবলে পূণ্যার্থীরা। তবে এবার বলাত জোরে বেঁচে ফিরেছেন প্রত্যেক পূণ্যার্থী।




















