শর্মিলা চন্দ্র, ২২ মে: কালিম্পংয়ে তো অনেকেই গেছেন। কিন্তু আপনি কি জানেন এই কালিম্পংয়েই এমন কিছু অফবিট জায়গা রয়েছে যেখানে গেলে আপনি স্বর্গীয় অনুভূতি পাবেন। আজকে আপনাদের সেই অফবিট জায়গাগুলিরই সন্ধান দেবো।
ঘুরে আসি :প্রাকৃতিক শোভা উপভোগ করতে ঘুরে আসুন ধোতরে
শান্ত, মনোরম পরিবেশের সন্ধান চাইলে ঘুরে আসুন এই জায়গাগুলিতে
১) টাংতা ভ্যালি
টাংতাভ্যালি হল তোদেই অঞ্চলের অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি জনপদ| সবুজাবৃত পাহাড়, আর নীল আকাশে মেঘের খেলা | গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সিকিম ও ভুটানের বেশ কিছু অংশ দেখা যায় |
কীভাবে যাবেন- নিউ মাল জংশন থেকে এই স্থানের দূরত্ব ৫৫ কিমি। যেতে সময় লাগে প্রায় দু’ঘণ্টা। এখানকার নিকটবর্তী টুরিস্ট স্পট ঝালং, বিন্দু, দাবাই খোলা, সীমানা খোলা, ডালগাও, রঙগো, শামসিং।
২) মারেয়া বস্তি
পেডং ছাড়িয়ে একটি প্রান্তিক গ্রাম হল এই মারেহা বস্তি।এখানে প্রচুর হিমালয়ান হুইলথ্রাশ, মোহনচূড়া, হানি বাজার্ড ইত্যাদি পাখির দেখা মেলে| এখানকার মাটি খুবই উর্বর, ঔষধি গাছ ও ফলের জন্য জায়গাটি প্রসিদ্ধ |
কীভাবে যাবেন- এনজিপি থেকে এখানকার দূরত্ব ১০০ কিমি। যেতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। এখানকার নিকটবর্তী টুরিস্ট স্পট: পেডঙ, কাগেই, মুসলেরি দারা মনেস্ট্রি, তাম ফলস, ধামি ফলস |
৩) দ্বারখোলা
দ্বারখোলা হলো ঝান্ডিদ্বারার খুব কাছাকাছি একটি গ্রাম | জায়গাটি পাইনের জঙ্গলের জন্য বিখ্যাত। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় | কিছুটা হেঁটে নিচে নামতে পারলে দারুণ ঝরনা পাবেন। এখানে খুব সুন্দর সময় কাটানো যায়|
কীভাবে যাবেন- নিউ মাল জংশন থেকে এখানকার দূরত্ব ৪০ কিমি। এনজিপি থেকে দূরত্ব ৯০ কিমি। এখানকার নিকটবর্তী টুরিস্ট স্পট গীতখোলা, ঝান্ডি ভিউ পয়েন্ট, রিসিকুম, দুরখোলা, সামাবিয়ং চা বাগান।
৪) সামথার
পানবুদারার খুব কাছেই সামথার অবস্থিত | চারখোল যাওয়ার পথেই এই জায়গাটি পড়ে | এখানকার মূল আকর্ষণ একদিকে কাঞ্চনজঙ্ঘা আর আরেকদিকে তিস্তা নদী | পাহাড়ের ফাঁক দিয়ে তিস্তা নদীর সুদীর্ঘ গতিপথ উপভোগ করার মত |
কীভাবে যাবেন : এনজিপি থেকে এখানকার দূরত্ব ৬০কিমি।
যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা | এখানকার নিকটবর্তী টুরিস্ট স্পট: চারখোল, পানবু ভিউ পয়েন্ট, মাকুম পখরী, রামিটেই, কালিঝোরা ড্যাম।
৫) কাফির
লোলেগাঁওয়ের খুব কাছে নেওরা ভ্যালি জঙ্গলের অন্তর্গত একটি গ্রাম হল কাফির | পাখির ডাকে ঘুম ভেঙে জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার চোখজুড়ানো সৌন্দর্য দেন । রাত আরো মায়াময়, পাহাড়ের আলো জোনাকির মতো ঝিকমিক করে |
কীভাবে যাবেন- এনজিপি থেকে এখানকার দূরত্ব ১০০ কিমি। সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। এখানকার নিকটবর্তী টুরিস্ট স্পট লাভা, লোলেগাঁও, রিশপ, ছাঙ্গে ফলস, নগদারা, ডেলো, চারখোল, রেলী।