amit shah in New Criminal Law

ব্যুরো নিউজ, ২২ মে : রাজ্যে ভোট প্রচারে এসে ফের আসন সংখ্যা নিয়ে তৃণমূল সরকার বিঁধলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঁথিতে বিজেপি প্রার্থী এবং শুভেন্দু অধিকারীর সৌমেন্দু অধিকারীর সমর্থনে ভূপতিনগরে ভোট-প্রচারে যান অমিত শাহ। সেখানেই এনআরসি-সিএএ শুরু করে রামমন্দির সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ।

ভোটের মাঝেই সংসদ ভবনে বড় বদল!

‘৫ দফার ভোটেই নরেন্দ্র মোদী ৩১০ পেরিয়েছে’

ইতিমধ্যে পাঁচ দফার নির্বাচন শেষ হয়েছে। এখনও দু দফার নির্বাচন বাকি রয়েছে। এই পাঁচ দফার নির্বাচনে মোদীর আসন সংখ্যা ৩১০ পাড় করে গিয়েছে বলে দাবি করলেন অমিত শাহ। এদিন তিনি বলেন, , ‘৫ দফার ভোটেই নরেন্দ্র মোদি ৩১০ আসন পার করে গিয়েছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে।’

প্রসঙ্গত বাংলা থেকে ৩০টারও বেশি আসন পাবে বিজেপি এমন দাবি আগেও করেছিলেন অমিত শাহ। এবারো সেই দাবিতে অনড় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদি ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিদায় আসন্ন।’ তবে কে কত আসনে জিতবে, কে ক্ষমতায় ফিরবে সবটাই জানা যাবে আগামী ৪ জুন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর