ব্যুরো নিউজ, ২১ মে : কয়লা পাচার মামলায় আজ থেকেই ট্রায়াল শুরুর নির্দেশ দিয়ে ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালত। আর মামলার ট্রায়ালের জন্য আজ ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়। তবে বাকিরা আসলেও আদালতে অনুপস্থিত ছিলেন তিনজন। ফলে গঠন করা গেল না কয়লা পাচার মামলার চার্জ।
কাশ্মীরে রোডশো-য়ে হামলা! এলোপাথারি ছুরির আঘাত! আহত ৩ জন
এদিকে কয়লা পাচার মামলায় একাধিকবার শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বারবারই তিনি হাজিরার পর দাবি করেছেন যে, তিনি এই স্ক্যামের সঙে যুক্ত নন। এদিকে আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশ অনুযায়ী কয়লা পাচার মামলায় ট্রায়াল শুরুর কথা। তবে ৪৩ জন অভিযুক্তের মধ্যে আজ আদালতে ৩ জন হাজিরা না দেওয়ায় পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন।
তবে কয়েকদিন আগেই আসানসোলের বিশেষ আদালাতে এসে আত্মসমর্পণ করেন কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তাকে এই মামলায় ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিনও দেওয়া হয়। তবে এদিন আদালতে আইনজীবী- সহ আদালতে হাজির ছিলেন লালা। এদিকে অনুপস্থিত ছিলেন যেই তিনজন তারা হলেন জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র। জানা গিয়েছে, এদের মধ্যে বিনয় মিশ্র নিরুদ্দেশ। ইনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। এদিকে জয়দেব মণ্ডল ও নারায়ণ খাড়গে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত। ফলে এই মামলার চার্জ গঠনের পরবর্তী দিন ৩ জুলাই।