dhoni on london

ব্যুরো নিউজ, ২০ মে : মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই আইপিএলে তার শেষ খেলাটি খেলেছেন। কিংবদন্তি অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথিউ হেইডেন মনে করেন যে, মহেন্দ্র সিং ধোনি পরের মরসুমে হলুদ জার্সিতে ফিরবেন কিন্তু নতুন ভূমিকায়। প্রাক্তন সিএসকে অধিনায়ক ধোনি তাঁর দলকে আইপিএল ২০২৪ প্লে অফে গাইড করতে ব্যর্থ হয়েছেন। ফলস্বরূপ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজয় ঘটেছে চেন্নাই সুপার কিংস এর।

কাশ্মীরে রোডশো-য়ে হামলা! এলোপাথারি ছুরির আঘাত! আহত ৩ জন

এই প্রসঙ্গে অবশ্যই একটি কথাও খরচ করেননি এমএস ধোনি

হেইডেন আইপিএলের প্রাথমিক বছরগুলিতে ধোনির সাথে খেলেছিলেন। তিনি এবার পরামর্শ দিলেন যে, ধোনি অবশ্যই সিএসকেতে ফিরবেন তবে একজন পরামর্শদাতা বা অন্যান্য কোচিং স্টাফ সদস্যের ভূমিকায়। স্টার স্পোর্টস ক্রিকেট লাইভে হেইডেন বলেছেন, “আমি মনে করি এটাই. আমি বিশ্বাস করি, এটাই শেষবারের মতো ধোনি খেলবে। নিশ্চিতভাবেই, ধোনিকে শেষ দেখা হবে না। আমি খুব অবাক হব যদি সে একজন অফিসিয়াল ক্ষমতায় সিএসকে-এর মেন্টর না করে বা তার পরিবারের সদস্য না হয়।”

প্রসঙ্গত, শনিবার বেঙ্গালুরুর কাছে ম্যাচে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। তারাপ্লে-অফে উঠতে পারেনি। ঠিক পরের দিনই শহর ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। জানা গিয়েছে রাঁচী ফিরে এসেছেন তিনি। এখন বিশ্রাম নেবেন ধোনি। ধোনি ব্যাট করতে নামেন চেন্নাইয়ের বিপদের সময়। শেষ ওভারে যশ দয়ালকে প্রথম বলে ছয় মেরেও পরের বলে ফিরে যান। রাগের চোটে নিজের ব্যাটেই ঘুষি মারেন তিনি। এমনকি ম্যাচের পর বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ধোনি।

যদিও বাড়ি ফিরে পেতে ফুরফুরে মেজাজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন বিমানবন্দর থেকে হালকা নীল রঙের টি-শার্ট পরে বেরোতে দেখা গেল মাহিকে। সমর্থকদের দিকে হাত নাড়লেন তিনি। তবে কি ধোনির ক্রিকেট ক্যারিয়ারে এটাই শেষ আইপিএল? উঠছে প্রশ্ন! অবশ্য এই প্রসঙ্গে একটি কথাও খরচ করেননি এমএস ধোনি। কিন্তু জল্পনা জিইয়ে রেখেছেন।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর