ব্যুরো নিউজ, ৩ মে : ২০২২সালে উদ্ধব ঠাকরের দল শিবসেনায় দলে দেখা যায় ভাঙ্গন। দলেরই এক নেতা একনাথ শিন্ডের কারিকুরিতে এই ভোলবদল। শিবসেনা ভাঙ্গিয়েই নিজের দল গঠন করে একনাথ শিন্ডে। শিন্ডের দলেই ভিড়তে দেখা যায় শিবসেনার বহু বিধায়ককে। এদিকে সংখ্যা গরিষ্ঠ হয়ে পড়ে উদ্ধবপন্থীরা। ফলে পড়ে যায় সরকার। এরপর মসনদে বসে শিন্ডে।
এবার আমেঠি নয়, রায়বরেলি থেকে নির্বাচনের লড়বেন রাহুল গান্ধী
তবে তিন দশকে এই প্রথমবার লোকসভা নির্বাচনে নিজের দলের প্রার্থীকে ভোট দিতে পারবেন না মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরের কেন্দ্র ছিল মুম্বই উত্তর-পশ্চিম। সীমানা পুনর্বিন্যাসের পর সেটি হয় মুম্বই উত্তর-মধ্য। আর সেখানেই উদ্ধবের বাসভবন। এদিকে সেই আসনে উদ্ধব ঠাকরের কোনও প্রার্থী নেই। মহা বিকাশ আঘাড়ির সঙে কংগ্রেসের আসন সমঝোতায় সেখানে লড়ছে কংগ্রেস জোট। ফলে এবার নিজের দলের প্রার্থীকে ভোট দিতে পারবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।