লাবনী চৌধুরী, ৩০ এপ্রিল : সুপ্রিম কোর্টে যাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা এসএলএসটি চাকরি প্রার্থীরা। ১ হাজার ১৪২ দিন ধরে লাগাতার ধর্না। দাবি ওই একটাই, হকের চাকরী। কিন্তু সেই চাকরী মিলবে কিভাবে?
অষ্টমবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বহু কাঠখড় পেড়িয়ে, দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত সপ্তাহেই এসএসসি মামলার রায় দেয় কলকাতা হাই কোর্ট। আর সেখানেই ২০১৬-এর সম্পূর্ণ প্যানেল বাতিল করে চাকরি প্রাপকদের ১২ শতাংশ সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপরেই নিজেদের যোগ্য দাবি করে শীর্ষ আদালতের দারস্ত হয় চাকরিহারারা।
এদিকে ১ হাজার ১৪২ দিন ধরে লাগাতার ধর্নায় বসে ২০১৬ সালের এসএলএসটি নবম-দ্বাদশ চাকরিপ্রার্থীরা। তাদের দাবী, সব পক্ষই সুপ্রিম কোর্টে গিয়েছে। তাই আমরা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও সুপ্রিম কোর্টে যাব। ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরও নিয়োগ দেওয়া হোক বলে জানায় তারা। একইসঙ্গে তাদেরও অভিযোগ, প্যানেলে সতেরো রকমের দুর্নীতি হয়েছে।