ব্যুরো নিউজ, ২৯ এপ্রিল: শাহর ভিডিও ভাইরাল হতেই হুলুস্থুলু! দায়ের FIR! লোকসভা নির্বাচনের মাঝেই অমিত শাহের ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, জনজাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণ তুলে নেওয়া হবে। আর এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। এদিকে বিজেপির তরফে দাবি করা হয় যে, সেই ভিডিওটি ভুয়ো। বিজেপির অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।
বড় বাজারে আগুনের মাঝেই তৃণমূল- বিজেপি হাতাহাতি!
ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার দায়ের করা হয় এফআইআর। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক ওই ফেক ভিডিও-র বিভিন্ন লিঙ্ক ও অ্যাকাউন্টের বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে পুলিশকে।
ঘটনায় বিজেপির আইটি সেলের মুখপাত্র অমিত মালব্য জানান, তেলঙ্গানায় মুসলিমদের সংরক্ষণ নিয়ে অমিত শাহর বক্তব্যকেই বিকৃত করা হয়েছে। আর কংগ্রেস এই ফেক ভিডিয়ো প্রচার করছে। কংগ্রেস মুখপাত্ররা এই ফেক ভিডিয়ো পোস্ট করেছেন। যার কারনে হিংসা ছড়াতে পারে। এরপরেই কংগ্রেসকে হুশিয়ারি দেন। তিনি এর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ সামাল দেওয়ার জন্য কংগ্রেসকে প্রস্তুত থাকতে বলেন।