ব্যুরো নিউজ, ২৭ এপ্রিল: চীনের সাংহাইয়ে ভারতের জয়জয়কার। আজ তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা কম্পাউন্ডে সোনা জিতল ভারত। সামনেই অলিম্পিক ২০২৪। হাতে আর মাত্র ৩ টে মাস। তার আগেই তিরন্দাজিতে ভারতের এল সোনা।
‘রাশিয়াকে মদত দিচ্ছে ইরান ও চীন’ অভিযোগ তুলে সরব বাইডেন
শনিবার সকালে চিনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয় তিরন্দাজি বিশ্বকাপ 2024। আর এই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফর্মেন্স দিয়ে সোনা জিতল পুরুষ ও মহিলা কম্পাউন্ড। মহিলা দলে ছিলেন, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও পরণীত কৌর। অন্যদিকে পুরুষ দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশ, প্রথমেশ ফুগে৷ মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ইতালিকে ২৩৬-২২৫ ব্যবধানে পরাজিত করে তারা। আর নেদারল্যান্ডসকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে পুরুষদের কম্পাউন্ড টিম সোনা জেতেন। খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের মধ্যে। তাতেই শেষ হাসি হাসেন তাঁরা ৷ এদিকে অনূর্ধ্ব-18-এর তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়েছে 16 বছরের অ্যাথলিট অদিতি গোপীচন্দ।