ব্যুরো নিউজ, ১৮ এপ্রিল: যোগাযোগ এখন আরও সহজ! কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের উদ্যোগে দেশের প্রথম গ্রামে বসল টেলিকম নেটওয়ার্ক। জানেন সেই গ্রামটি কোথায়?
বর্নভিটার পর প্রশ্নের মুখে নেসলে | বেবি ফুড খেয়ে মারাত্মক রোগের শিকার শিশুরা!
দুর্গম পথ হোক বা উচ্চতা এমনকি দূরত্বও আর কোনও বাধা নয়। এখন যোগাযোগ হবে আরও সহজ। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের উদ্যোগে দেশের প্রথম গ্রামে বসল টেলিকম নেটওয়ার্ক।
Telecom connectivity reaches 14,931 Ft above sea level at India’s first village, Kaurik and Guea, in Lahaul & Spiti District, HP.
🛜 Connecting the unconnected. pic.twitter.com/tD3CwsAUj9
— DoT India (@DoT_India) April 16, 2024
গুয়া, কৌরিক হল হিমাচল প্রদেশের সীমান্ত লাগোয়া ছোট গ্রাম। কৌরিক ও গুয়া গ্রাম দুটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ৯৩১ ফুট উচ্চতায় অবস্থিত। ১৯৭৫ সালে ভূমিকম্পের পর এক সন্ন্যাসীর মমি উদ্ধার হয়। আর তার পরেই গুয়া নামে এই গ্রামটির কথা জানা যায়। এতো দিন পর্যন্ত এই গ্রামগুলির সাথে যোগাযোগ ছিল বড়ই কষ্ট সাধ্য। কারন এখানে কোনও টেলিকম টাওয়ার ছিল না। তাই মোবাইল ফোনে এখানে অচল। কারন টাওয়ার না থাকায় ফোন আসা – যাওয়া কোনওটাই সম্ভব হয়ে উঠত না। তাই সেদিক থেকে দেখতে গেলে আজ আমরা ২০২৪ সালে পা রাখলেও এই গ্রামগুলি কিন্তু তার থেকে বহু কাল পিছিয়ে।
কিন্তু এবার টেলিকম টাওয়ার বসায় এই গ্রামে মিলবে মোবাইল সংযোগ। তাই দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে আর কোও বাধা রইল না।