ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: আরো বিপাকে কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা। এবার আবগারি দুর্নীতি মামলায় তিহাড় জেলের ভিতরে কে কবিতাকে গ্রেফতার করল সিবিআই। গত ১৫ মার্চ হায়দরাবাদের বানজারা হিলস-এর বাড়ি থেকে কবিতাকে এই একই মামলায় গ্রেফতার করে ইডি। এরপর আদালতের অনুমতিতে সিবিআই তাঁকে তিহার জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল। এমনকি অভিযুক্তের ফোন থেকে তাঁর সঙ্গে হোয়াটস অ্যাপে কথোপকথনের বিষয়ে কবিতার বক্তব্য জানতে চেয়েছিল তদন্তকারী সংস্থা। শুধু তাই নয় বর্তমানে বাতিল হয়ে যাওয়া দিল্লির আবগারি নীতিতে আম আদমি পার্টিকে খুশি করতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে কে কবিতার বিরুদ্ধে। এজন্য একটি জমি লেনদেনের নথি পাওয়া গিয়েছে এক অভিযুক্তের কাছে।
কোটি কোটি ডলার আর্থিক তছরুপের অভিযোগ! মৃত্যুদণ্ড ভিয়েতনামের ওই ব্যবসায়ীর
আরো বিপাকে বিআরএস নেত্রী
প্রসঙ্গত, গত মঙ্গলবারেই কবিতা আদালতকে একটি চিঠি দেন। সেই চিঠিতে লেখেন, আমার ভাবমূর্তি, মানসম্মানকে নিশানা করা হয়েছে। আমার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারকে প্রকাশ্যে আনা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলি আমার বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে, তা পুরোপুরি সংবাদমাধ্যমের বিচারের উপর দাঁড়িয়ে রয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। যদিও তারপরেও থেমে নেই তদন্ত। তদন্তকারী সংস্থা যে নিজেদের গতিতেই চলছে তা স্পষ্ট।