ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: হঠাৎ কী কারনে ED দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া?
মঙ্গলবার সাতসকালে ED দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া। সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তাকে জিজ্ঞাস করা হলে নিজেই জানান তার হাজিরা দেওয়ার কোথা। তিনি বলেন, ED-র তলবেই তিনি হাজিরা দিতে এসেছেন। তবে কোন মামলায় তাকে হাজিরার জন্য ডাকা হল সে বিষয়ে অবশ্য কিছু জানানি তিনি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, কোন আর্থিক লেন দেনে সংক্রান্ত বিষয়েই শিল্পপতি হর্ষ নেওটিয়াকে তলব করা হয়েছে। তবে কোন মামলায় তাকে তলব তা নিয়ে অবশ্য কিছুটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। এর আগে ২০১৫ সালে সারদা মামলায় হর্ষ নেওটিয়াকে তলব করেছিল ইডি। তখনও তিনি ইডি দফতরে এসে হাজিরা দেন। তবে এবার কি কারনে তাকে হাজিরা দিতে বলা হয়েছে সে প্রশ্ন করলে তিনি অবশ্য জানান, তা তিনি বেড়িয়েই বলবেন।