C V Ananda Bose FILED A CASE

শর্মিলা চন্দ্র, ৭ এপ্রিল: শনিবার ভূপতিনগরে এনআইএ-এর উপর হামলার ঘটনায় এবার নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। উল্লেখ্য, শনিবার রাতেই এনআইএ কর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার পুঙ্খানপুঙ্খ তথ্য জানতে চান বোস। আর এর পরেই নবান্নের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। এর আগে কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। জেলার পুলিশ সুপারের কাছেও রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, মোদির সভা ঘিরে বাড়ছে আশঙ্কা

Advertisement of Hill 2 Ocean
নবান্নের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব

প্রসঙ্গত, ২০২২ এর ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে জেরে মৃত্যু হয়েছিল তিনজনের। আদালত এই ঘটনার তদন্তভার দিয়েছে এনআইএ-কে। এই ঘটনার তদন্তে গিয়ে গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। হামলাকারীরা এনআইএ আধিকারিকদের গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন দু’জন আধিকারিক।

ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফাটে। গ্রামবাসীদের হামলায় জখম হন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও। এবার ভূপতিনগর। বার বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলার ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর