পুস্পিতা বড়াল,৩০ মার্চ: আমাদের দেশে পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া। টু-হুইলার নির্মাতা ওলা তার উজ্জ্বল বৈদ্যুতিক স্কুটার দিয়ে অর্ধেকেরও বেশি ভারত দখল করেছে। আজ এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ইলেক্ট্রিক স্কুটার বিক্রি করা কোম্পানিও রয়েছে। তবে এবার এই প্রথমবার ওলা স্কুটারে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট। তাই এখন না দেখলে পরে আফসোস করবেন আপনি নিজেই!
এখন না দেখলে পরে আফসোস করবেন নিজেই!
এক পায়েই সিকিমের মাউন্ট রেনক জয় | লক্ষ্য এভারেস্টে জয়ের
কত টাকা ডিসকাউট পাবেন?
প্রথমবার ওলা স্কুটারে এই দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। কারন কোম্পানি তার বিক্রি বাড়াতে গ্রাহকদের ইলেকট্রিক স্কুটার অফার করছে। একটি ইলেকট্রিক স্কুটার কিনলে আপনি 47,850 টাকা পর্যন্ত বিশাল ডিসকাউন্ট পাবেন। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি কেনার অফার আর মাত্র এক দিন বাকি আছে। অর্থাৎ এই অফারটি চলবে 31 মার্চ পর্যন্ত। তাই আর দেরি না করে দ্রুত এই ডিসকাউন্টের সুবিধা নিন।
তবে একটি সুখবর হল, শুধু দেশেই নয় বিদেশেও, ওলা ইলেকট্রিক কোম্পানি ভারতের বাজারে তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করার জন্য কাজ শুরু করেছে। সেক্ষেত্রে ওলা ইলেকট্রিককে শীঘ্রই ভারতীয় বাজারে জমকালো স্পোর্ট বাইক লুকে দেখা যেতে পারে।