ব্যুরো নিউজ, ২৬ মার্চ: জলের তোড়ে ভেসে গিয়েছে অস্থায়ী সেতু। কিন্তু তারপরেও কেটে গিয়েছে একটা দিন। এরপরেও কোনও হেলদোল নেই প্রশাসনের। ঘটনায় ফুঁসছে এলাকাবাসী।
কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি আপের
ডেবরার ট্যাবাগেরিয়ায় কাঁসাই নদীর উপর অস্থায়ী সেতুটি। ভরতপুর ও ভবানীপুর পঞ্চায়েত এলাকার সঙ্গে ডেবরার যোগাযোগকারী এই সেতুটি। ডেবরার ট্যাবাগেরিয়ায় কাঁসাই নদীর উপর অস্থায়ী সেতুটি । মোহনপুর এনিকেট থেকে জল ছাড়া হয়েছে। আর তার জেরেই জলের তরে একেবারে ভেসে গিয়েছে অস্থায়ী সেতুটি। যার ফলে গতকাল থেকে বন্ধ ভরতপুর ও ভবানীপুর পঞ্চায়েত এলাকার সঙ্গে ডেবরার যোগাযোগ। কিন্তু, এখনও সেই সেতু মেরামত করার কোনও নাম- গন্ধ নেই বলে অভিযোগ এলাকাবাসীর। আএ এতেই ক্ষোভ বাড়ছে সেখানকার স্থানীয় মানুষের।
দোল খেলার পর নদীতে স্নান করতে নামতেই ঘটল বিপত্তি! মৃত একাধিক
পঞ্চায়েতের তরফে জানানো হয়, জল কমলে সংস্কারের কাজ শুরু করা হবে। তবে মানুষের সুবিধার স্বার্থে বর্তমানে জগন্নাথপুর থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে।