পুস্পিতা বড়াল, ২৪ মার্চ: শহর কলকাতা দোল পূর্ণিমার আগে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখতে পেয়েছে বৃষ্টির ঘনঘটা কাটিয়ে। খুশি শহরবাসী বসন্ত উৎসবের আগে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কিছুদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই বিরাজ করবে।
আজ থেকে অন্তত ৫ দিন বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে উত্তরবঙ্গে!
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গ থেকে অনেকটা উত্তরের দিকে সরে গিয়েছে চৈত্রে অঝোর বৃষ্টি ঝরানো নিম্নচাপ অক্ষরেখা। ফলে আর টানা বৃষ্টির আশঙ্কা সেভাবে নেই দক্ষিণবঙ্গে। তবে কিছু জেলায় ২৪ এবং ২৫ মার্চ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভবনা রয়েছে। আজ থেকে অন্তত ৫ দিন বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে উত্তরবঙ্গে।
দোলে বড় সমস্যায় যাত্রীরা! বাতিল প্রায় ৩০০ ট্রেন
জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খন্ড থেকে মণিপুর পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যা আপাতত উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে।দক্ষিণ থেকে সরে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে ঢলে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা।।ঝাড়খন্ড এবং বিদর্ভতে রয়েছে ঘূর্ণাবর্ত।